কক্সবাজারের উখিয়া থেকে অপহৃত তিন রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা (এপিবিএন)।সোমবার (০৩ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কুতুপালং থেকে তাদের উদ্ধার করা হয়।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক। তিনি বলেন, রোববার তিনজনকে ক্যাম্প থেকে অপহরণ করা হয়। পরে তাদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ভেতর থেকে তিনজনকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার করা তিনজন এপিবিএন ক্যাম্পেই রয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপহরণকারী চক্রের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এসপি