বরিশালে হ্যান্ডকাপ-ওয়্যারলেসসহ আসামি ছিনতাই, ২ ঘণ্টা পর উদ্ধার
বরিশালে গ্রেফতার হওয়া আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় হ্যান্ডকাপ ও পুলিশের ওয়্যারলেসও ছিনতাই হয়। তবে দুই ঘণ্টার ব্যবধানে শ্বাসরুদ্ধকর অভিযানে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়া আসামি ও পুলিশের ওয়্যারলেস উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে বরিশাল নগরীর ডিসিঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশ্রাফ ভুঁইয়া।
বিজ্ঞাপন
তিনি জানান, পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় আটক ও ওয়্যারলেস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাছাড়া এ ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান চলছে।
স্থানীয়রা জানিয়েছে, লঞ্চঘাট এলাকায় থ্রি-হুইলার চালককে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলামকে ডিসিঘাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জয়ন্ত। এ খবর জানতে পেরে শহিদুল ইসলামের সহযোগী স্থানীয় কয়েকজন যুবক পুলিশের আভিযানিক দলকে ঘিরে তাদের হাত থেকে গ্রেফতার আসামিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়। এসময় পুলিশ সদস্যের ওয়্যারলেসও নিয়ে যায় শহিদুলের সহযোগীরা।
বিজ্ঞাপন
খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করেন। অভিযানে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়া আসামি শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার জিম্মায় থাকা ওয়্যারলেসও উদ্ধার করা হয়।
সৈয়দ মেহেদী হাসান/এসএসএইচ