কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে গিয়ে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের (১ নং ওয়ার্ড) পাইকেরছড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত ওই গৃহবধূর নাম শাহিদা বেগম (৪০)। সে একই গ্রামের শাহজাহান আলীর মেয়ে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস‍্য আবু সায়াদাত মো. বজলুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের শাহজাহান আলীর মেয়ে শাহিদা বেগমের (৪০) সঙ্গে ২৪ বছর আগে একই গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে আবুবকর সিদ্দিকের (৪৪) বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিনটি কন‍্যাসন্তান রয়েছে। কয়েক মাস ধরে তাদের মধ্যে কলহ চলে আসছিল। এর জের ধরে কিছু দিন আগে শাহিদা বেগম ছোট সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন। 

সোমবার (০৩ জানুয়ারি) রাতে শাহিদার স্বামী আবু বকর সিদ্দিক শ্বশুরবাড়িতে আসে। রাত ৩টার দিকে শাহিদাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত‍্যা করে পালিয়ে যায় সে।

নিহতের চাচা মহির উদ্দিন জানান, তাদের মধ্যে বনিবনা না হওয়ায় শাহিদা কিছু দিন ধরে বাবার বাড়িতে ছিল। সিদ্দিক মাঝে-মধ্যে  ওই বাড়িতে আসা-যাওয়া করত। সোমবার রাতেও সিদ্দিক শ্বশুরবাড়িতে আসে। রাত ৩টার দিকে চিৎকার শুনে আমরা গিয়ে দেখি শাহিদার রক্তাক্ত দেহ পড়ে আছে খাটে। এ ঘটনায় তার ছোট মেয়ে ও মা আহত হয়েছে।

ইউপি সদস্য আবু মো. বজলুর রহমান বলেন, আমি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। পাশাপাশি ভুরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

ভুরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ভোর ৪টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

জুয়েল রানা/এসপি