নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি কোনো ওয়াদা ভঙ্গ করিনি। কোনো অন্যায়, অত্যাচার, জুলুম ও চাঁদাবাজি করি না। সুতরাং ভোটাররা আমাকে বেছে নেবেন। কোনো শঙ্কা ও কোনো ভয় না পেয়ে মানুষ আমাকে ভোট দেবেন। ইনশাআল্লাহ, নৌকার বিজয় হলে নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন হবে।

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় ১১ নং ওয়ার্ডে প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের এসব কথা বলেন আইভী। এ সময় ওয়ার্ডের এম সার্কাস রোড থেকে শুরু করে ওয়াটার ওয়ার্কার্স রোড (পানির কল), হাজীগঞ্জ, তল্লা, খানপুর এলাকায় গণসংযোগ করেন তিনি।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন না জানিয়ে আইভী বলেন, নিয়ম অনুযায়ী তিনটি ওয়ার্ড মিলিয়ে একটা মাইক দিয়েছে। আর সকালে কোনো মাইক চলে না। এ বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করে কোনো লাভ নেই। নারায়ণগঞ্জের জনতা আমার পাশে আছে। নৌকার বিজয় হবে, এ জন্য উনি (তৈমূর আলম) দিশেহারা হয়ে অনেক কিছু বলছেন। সুতরাং তার অভিযোগগুলো সঠিক না।

প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে দুবারের এই মেয়র বলেন, ছোট বাচ্চা থেকে শুরু করে নারীরা, সবাই আমার পাশে আছেন। এ জন্য জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। আমি জিতব ইনশাআল্লাহ। কারণ মানুষ সাড়া দিচ্ছে। নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনারা যেখানে যাবেন, সেখানেই দেখবেন। উনিও যেখানে যাচ্ছেন, সেখানেও লোকসমাগম হচ্ছে, কেউ তো বাধা দেয়নি। আমি আমার প্রচারণা চালাচ্ছি, তৈমূর কাকাও তার প্রচারণা চালাচ্ছেন। কোথাও কোনো রকমের বিঘ্নতা দেখা দেয়নি। আশা করি ১৬ তারিখ পর্যন্ত এটাই বজায় থাকবে।

স্বতন্ত্র প্রার্থী তৈমূরের পোস্টার ছেঁড়ার অভিযোগ প্রসঙ্গে আইভী বলেন, তৈমূর কাকার অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন। আপনারা শহর ঘুরলে দেখতে পারবেন যে আমার থেকে তার পোস্টার বেশি। আমি এ অপরাজনীতি করি না।

গণসংযোগে প্রতিটি এলাকায় ফুল দিয়ে আইভীকে বরণ করে নেন এলাকাবাসীরা। এ সময় পুরো গণসংযোগ মুখরিত হয় আইভীর পক্ষে বিভিন্ন স্লোগানে। আইভীকে কাছে পেয়ে সব বয়সের নারীরা আলিঙ্গন করে এবং তাকে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রানু খন্দকার, মহিলাবিষয়ক সম্পাদক মরিয়ম খন্দকার, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সেলিম আহমেদ হেনা, সাইফুল ইসলাম, মিনয়োরা বেগম প্রমুখ।
 
রাজু আহমেদ/এনএ