সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় নৌকার নির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও আওয়ামী লীগের বিদ্রোহী পরাজিত প্রার্থী অহিদুল ইসলামসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৭ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- নৌকার নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, পরাজিত প্রার্থী অহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, দিদারুল ইসলাম রাব্বি, মোস্তাকিম মোল্যা। আরেকজনের নাম জানা যায়নি। গ্রেফতাররা খাজরা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরের দিন বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) খাজরা ইউনিয়নে নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী শাহনেওয়াজ ডালিম সকাল ১০টার দিকে গদাইপুর গ্রামে আনারস প্রতীকের প্রার্থী অহিদুল ইসলামের বাড়ির সামনে দিয়ে বিজয় মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এক পর্যায়ে পরাজিত প্রার্থী অহিদুল ইসলামের বাড়ি থেকে ছোড়া গুলিতে নবনির্বাচিত চেয়ারম্যানের ১০ কর্মী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা হয়েছে আশাশুনি থানায়। 

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) গোলাম কবীর জানান, নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম বাদী হয়ে পরাজিত প্রার্থী অহিদুল ইসলাম মোল্যাসহ ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে অহিদুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। 

তিনি বলেন, উভয় মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান, পরাজিত প্রার্থীসহ ছয়জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

আকরামুল ইসলাম/এসপি