দুই গারো কিশোরী ধর্ষণ : পাঁচ আসামি ২ দিনের রিমান্ডে
ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুই গারো তরুণীকে দলবেঁধে ধর্ষণের মামলায় গ্রেফতার পাঁচ আসামিকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার (৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের ৬ নং জিআর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
এর আগে জেলা গোয়েন্দা পুলিশের তদন্তকারী কর্মকর্তা মো. ইমরান আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আসামিরা হলেন শরীফ মিয়া (২২), মিজানুর রহমান (২২), মিয়া হোসেন (২০), আব্দুল হামিদ (১৯) এবং রুকন মিয়া (২১)। এর আগে গত শনিবার ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার নথিভুক্ত চার আসামি ও একজন সন্দেহভাজন আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, ওই পাঁচ আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা গ্রামে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাটাবাড়ি গ্রামের আকাশি বাগানে দুই গারো তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা করে ধর্ষণের শিকার কিশোরীর বাবা।
উবায়দুল হক/এনএ