দিনমজুরের স্ত্রীর মরদেহ দাফনে মেয়রের বাধা
বরিশালের বাকেরগঞ্জ পৌর এলাকার দিনমজুর সিদ্দিকুর রহমানের স্ত্রী আয়েশা আক্তারের মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার বিরুদ্ধে।
রোববার (৯ জানুয়ারি) দুপুরে বাকেরগঞ্জের ইসলামিয়া ফাজিল মাদরাসার কবরস্থানে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, বাকেরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের দিনমজুর ছিদ্দিকুর রহমানের স্ত্রী আয়েশা আক্তার শনিবার রাত ১২টায় মৃত্যুবরণ করেন। আজ সকাল ১০টায় জানাজার নামাজ শেষে এলাকাবাসী বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদরাসার কবরস্থানে দাফন করতে গেলে পৌর মেয়র ওই স্থানে রাস্তা নির্মাণ করবেন বলে মরদেহ দাফনে বাধা দেন। কবর খোঁড়ার লোকজনকে গালাগালি করে খোঁড়া কবর ভরাট করান। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে মেয়র পিছু হটতে বাধ্য হন। পরে এলাকার অর্ধশতাধিক নারী কবরস্থানে ঢুকে পুনরায় কবর খুঁড়ে সেখানেই লাশ দাফন করেন।
পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আমিরুজ্জামান রিপন জানান, মাদরাসার কবরস্থানে বহু মানুষের কবর রয়েছে। গত দুই মাস আগে মেয়র জোরপূর্বক কবরস্থানের মধ্যে দিয়ে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন। এলাকাবাসীর প্রতিরোধে ওই সময় সে চেষ্টা স্থগিত রাখেন মেয়র।
বিজ্ঞাপন
বাকেরগঞ্জের পৌর মেয়র লোকমান হোসেন বলেন, সিদ্দিক আমার পৌরসভার স্টাফ। তার স্ত্রী মারা যাওয়ায় আমি গিয়ে দেখি দাফনের জন্য গোরস্থানের পথে কবর খোঁড়া হয়েছে। পথের মধ্যে যেন কবর না দেওয়া হয় সে জন্য তাদের অনুরোধ করি। আমি চলে আসার পর পথের মাঝেই দাফন করে।
তিনি আরও জানান, আমি বাধা দেইনি। মানুষের চলাচলের পথ যেন আটকে না যায় সে জন্য কবর অন্য স্থানে দিতে বলেছি। আমার বিরুদ্ধে একটি চক্র বিষয়টি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে।
সৈয়দ মেহেদী হাসান/আরআই