নরসিংদীর পলাশে লুৎফর রহমান (৩৫) নামে এক এমবিবিএস চিকিৎসক পদধারী ব্যক্তিকে জরিমানা করেছেন নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালান পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা। এ সময় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভুয়া এমবিবিএস চিকিৎসক লুৎফর রহমান (৩৫) নরসিংদীর রায়পুরা উপজেলার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, লুৎফর রহমান পলাশের বিএডিসি বাসস্ট্যান্ড এলাকায় ব্যক্তিগত চেম্বার খুলে দীর্ঘদিন ধরে হোমিও চিকিৎসা করে আসছিলেন। চেম্বারে তিনি নিজের নামের শেষে এমবিবিএস পদবি ব্যবহার করছিলেন। হোমিও চিকিৎসকের সঙ্গে এমবিবিএস চিকিৎসক ব্যবহার করে ব্যক্তিগত চেম্বার দিয়ে রোগীদের চিকিৎসাসহ অনুমোদন ছাড়া বিভিন্ন ওষুধ তৈরি ও বিক্রি করছেন।

এ খবর পেয়ে রোববার বিকেলে নরসিংদী জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, অভিযানে ওই ভুয়া চিকিৎসককে নগদ ৩০ হাজার টাকা জরিমানাসহ চেম্বারটি সিলগালা করা হয়েছে। এ ছাড়া অনুমোদনহীন বিভিন্ন ওষুধ জব্দ করা হয়েছে।

রাকিবুল ইসলাম/এনএ