মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নুমনা পরীক্ষায় নতুন করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৩৬ জনে। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কনক মাশরাফি এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, করোনা শনাক্ত হওয়া নতুন ৪ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৩ জন এবং হরিরামপুর উপজেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৪৯ হাজার ৪৫ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৮ হাজার ৯৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১২৫ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. কাজী একেএম রাসেল বলেন, জেলা কোভিড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে দুইজন রোগী চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১১ জন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কোভিড হাসপাতালে পজেটিভ রোগী ভর্তি হচ্ছে। তবে পজেটিভ রোগীদের চিকিৎসা দিতে সব ধরনের প্রস্তুতি হাসপাতাল কর্তৃপক্ষের রয়েছে বলে জানান তিনি।

সোহেল হোসেন/আরআই