বক্তব্য রাখছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক ড. মোহিত কুমার দে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ সোনার বাংলা গড়তে ১৭ কোটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। নিরাপদ খাদ্য দিবসে এ কথা বলেন শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

২ ফেব্রুয়ারি (মঙ্গলাবার) দুপুর ১টায় শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ তুলশীমালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসানের সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

দিবসটির প্রতিপাদ্য ছিলো ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য, টেকসই উন্নয়ন-সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ।’

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বেশি মুনাফার আশায় আমরা খাবারে ভেজাল মেশাই। যা আমাদের প্রত্যেকটা মানুষকে মারান্তক স্বাস্থ্যঝুঁকিতে ফেলে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক ড. মোহিত কুমার দে, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া।

এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকলিমা আক্তার, জেঅ্যান্ডএস গ্রুপের নির্বাহী কর্মকর্তা আলমগীর কিবরিয়া সঞ্চয়সহ খাদ্য উৎপাদন খামারি, হোটেল রেস্তোরাঁর প্রতিনিধি ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

জাহিদুল খান সৌরভ/এমএসআর