অতিথি পাখি শিকারের তথ্য দিলেই উপহার দেওয়া হচ্ছে। উপহার হিসেবে বয়স্কদের শীতবস্ত্র এবং যুবকদের ক্যাপ ও টি-শার্ট দেওয়া হচ্ছে। এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নাটোরের সিংড়া উপজেলার পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোরে পাখি শিকার রোধে নিংগইন, জোড়মল্লিকা, ভাগনাগরকান্দি ও শিববাড়ী এলাকায় প্রচারণা চালায় সংগঠনটি কর্মীরা। এই শীতে পাখি শিকারিদের ধরিয়ে দিতে তথ্য প্রদানকারী বয়স্ক ব্যক্তিদের শীতবস্ত্র ও তরুণদের ক্যাপ ও টি-শার্ট উপহার দেওয়ার ঘোষণা দেন তারা। এ সময় কয়েকজন তথ্যদাতাকে উপহারও দেন তারা। 

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, শীতে চলনবিলে লাখ লাখ অতিথি পাখির আগমন ঘটেছে। কিছু অসাধু ব্যক্তি এসব অতিথি পাখি শিকারে মেতে উঠেছেন। চলনবিলের জীববৈচিত্র্য ও পাখি বাঁচাতে প্রতিনিয়তই ছুটে চলেছি আমরা।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান বলেন, চলনবিলের পাখি বাঁচাতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে ।

তাপস কুমার/আরএআর