কুমিল্লার নাঙ্গলকোটে বেলুনে গ্যাস ঢোকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, নাঙ্গলকোটের  বিরুলিয়া গ্রামে বিকেল ৫টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ভর্তি রয়েছে। বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি ৩০-৩৫ জন আহত হয়েছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত আসিফ ইমরান বলেন, যতটুকু সম্ভব চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। ১৫ জন দগ্ধ হয়ে ভর্তি আছেন। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।

অমিত মজুমদার/আরএআর