দিনাজপুরে হাকিমপুরে অবৈধভাবে ভারতীয় বিভিন্ন কোম্পানির মোবাইল সিম সংগ্রহ করে সরকারি চার্জ ফাঁকি দিয়ে ভিওআইপি ব্যবসা পরিচালনার অপরাধে রুবেল হোসেন (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার সীমান্তবর্তী উত্তর বাসুদেবপুরের রেজাউল করিমের বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

এ সময় তার কাছ থেকে দুটি কালো রঙয়ের ৫১২ পোটের সিম বক্স, এমএস-বিএস লেখা ডুয়েল ব্যান্ড রিপিটার, একটি প্লাস্টিকের এন্টিনা, দুটি এন্টিনাযুক্ত রাউটার, ভারতীয় দুটি মোবাইল কোম্পানির ৬৫টি সিম উদ্ধার করা হয়। 

আটক রুবেল হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ থানার চির্কা গ্রামের আরমাদ মিজির ছেলে। 

হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার শামীম জানান, হিলির একটি বাড়িতে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় সিমের ব্যবসা পরিচালনা করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ই-ফ্রড টিম সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট হাকিমপুর থানা পুলিশের সহযোগিতায় উত্তর বাসুদেবপুরের  রেজাউল করিমের বাড়ির ৩য় তলায় অভিযান পরিচালনা করে উপরোক্ত মালামালসহ রুবেলকে আটক করে। এ ঘটনায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। 

সোহেল/আরএআর