ফেনীতে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

নিহত বক্তিরা হলেন তুষার, তিনি প্রবাসে থাকেন। তার ভাই বিপ্লব, তিনি চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বিদ্যালয়ের অফিস সহকারী পদে কাজ করতেন। তাদের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরৎ বাংলাবাজার এলাকায়।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ১১ বছর বয়সী প্রণব ও গাড়িচালক সাজ্জাদ। তাদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ওসি জানান, চিকিৎসা নিতে ঢাকায় গিয়েছিলেন তুষার। সেখান থেকে ফেরার পথে তাদের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। গাছের সঙ্গে ধাক্কায় কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনস্থলেই মৃত্যু হয় দুজনের।

নিহতদের মরদেহ ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এনএ