হাতি প্রতীকের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সরকার দলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। রোববার (১৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে নগরীর ১৩ নং ওয়ার্ডের মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে গিয়ে আমি নিজে হাতি প্রতীকের এজেন্ট ও সমর্থকদের অভয় দিয়ে আসছি। অনেকে হাতির ব্যাজ লুকিয়ে রেখেছিল। উল্টো আমি সেই ব্যাজ বের করে ঝুলিয়ে দিয়ে বলেছি আপনাদের কোনো ভয় নেই। আমি কোনো সন্ত্রাসী বা ক্যাডার লালন-পালন করি না। আপনারা নির্ভয়ে থাকুন।  

এ সময় আইভী বলেন, অনেক জায়গায় ইভিএম মেশিন স্লো কাজ করছে, অনেক জায়গায় ফিঙ্গার কাজ করতে দেরি করছে, আঙুলের ছাপ নিতে দেরি হচ্ছে এবং যানজট থাকায় ভোটাররা কেন্দ্রে আসতে পারছেন না। তবে পুরুষের চেয়ে নারী ভোটারদের আধিক্য অনেক বেশি দেখতে পাচ্ছি। 

আইভী বলেন, বানোয়াট অভিযোগ করে কোনো লাভ হবে না। জনগণ তাদের প্রার্থী অনেক আগেই নির্ধারণ করে ফেলেছেন। ফলাফল যাই হোক না কেন, আমি সেটা মেনে নেব। 

তিনি বলেন, অনেক জায়গায় কাউন্সিলর প্রার্থীদের মাঝে একটু ঝামেলা আছে। কিন্তু আমি এখনো কোনো সমস্যা বা বিশৃঙ্খলতার খবর পাইনি। আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। আমি চাই শেষ পর্যন্ত যেন পরিবেশ এমনই সুষ্ঠু ও সুন্দর থাকে।

রাজু আহমেদ/এসপি