ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলায় থেমে থাকা মিনিবাসকে পেছন থেকে সিমেন্ট-বোঝাই লরি ধাক্কা দিলে বাস খাদে পড়ে যায়। এ সময় মিনিবাসের এক যাত্রী নিহত ও ১১ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (১৯ জানুয়ারি) বেলা দেড়টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় অজ্ঞাতনামা এক নারী (১৮) নিহত হন। মৌসুমি (২২) সীমা (২৮) নুরনাহার (৩৫) আকলিমা (১৫) হাসি (১৮) সাগর (২৫) রুপালি (১৬) পপি (১৮) আনোয়ারা (৪৮) ও ডালিয়া (১৮) আহত হয়।

স্থানীয়রা জানান, একটি তুলার কারখানার মিনিবাস শ্রমিকদের নিয়ে দুপুর দেড়টার দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড থেকে বাউশিয়া পাখির মোর যাচ্ছিল। পথে বাসটি শান্তিনগর এলাকায় থামিয়ে যাত্রী ওঠানামা করছিল। এ সময় সিমেন্ট-বোঝাই লরি পেছন থেকে থেমে থাকা মিনিবাসকে ধাক্কা দিলে বাস ও সিমেন্ট-বোঝাই লরি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে গাড়ির ভেতর থেকে মৃত অবস্থায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে।

এ ব্যাপারে গজারিয়া ভবেরচর ফায়ার সার্ভিসের টিম লিডার সাইদুর রহমান বলেন, এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। যার বয়স আনুমানিক ১৮ বছর। নাম-ঠিকানা যাচাই-বাছাই চলছে। পরে বিস্তারিত বলা যাবে।

ব.ম শামীম/এনএ