দেশে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে এখন রাজশাহী জেলা। একই সঙ্গে এই জেলা এখন বিভাগে করোনা সংক্রমণের হটস্পট। গত একদিনে বিভাগে ৪৬৮ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে ১৫৬ জন রাজশাহী জেলার বাসিন্দা।

গত একদিনে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ জন। এর মধ্যে ১৬ জন বগুড়া জেলার বাসিন্দা। একই দিনে সুস্থ হয়েছেন ৭৩ জন। এর মধ্যে ২১ জনের বাড়ি রাজশাহীতে। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিভাগজুড়ে এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৬১৯ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে গত একদিনেই করোনা ধরা পড়েছে ৪৬৮ জনের। 

এদিন রাজশাহীতে ১৫৬, বগুড়ায় ১৩৭, পাবনায় ৭২, নওগাঁয় ৪১, সিরাজগঞ্জে ৩০, নাটোরে ১৯, জয়পুরহাটে ৯ এবং চাঁপাইনবাবগঞ্জে ৪ জনের করোনা সনাক্ত হয়েছে। 

বিভাগে এ পর্যন্ত ১ হাজার ৬৯৫ জনের প্রাণ নিয়েছে করোনা। এর মধ্যে সর্বোচ্চ ৬৮৮ জন মারা গেছে বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৩২৭, নাটোরে ১৭৫, চাঁপাইনবাবগঞ্জে ১৫৯, নওগাঁয় ১৪৫, সিরাজগঞ্জে ৯৬, জয়পুরহাটে ৬৫ এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে এই মহামারিতে।

বিভাগজুড়ে ৯৬ হাজার ৮১০ জন জয় করেছে করোনা। করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৮ হাজার ৩৪০ জন।

ফেরদৌস সিদ্দিকী/আরআই