খুলনার কয়রা উপজেলায় সরকারি জমির ওপর অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করায় তিনজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। 

শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ী বাজারের ওপর সরকারি জমিতে অবৈধভাবে পাকাঘর নির্মাণ করার অপরাধে গিলাবাড়ী গ্রামের মৃত জোনাব আলীর ছেলে শাহাজান আলীকে ২০ হাজার টাকা, মৃত কানাই লাল দের ছেলে শান্তিপদ দেকে ৫ হাজার টাকা ও মৃত ছবেদ আলী সানার ছেলে আনছার আলী সানাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মোহাম্মদ মিলন/আরআই