কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় এক কিশোর (১৬) গরু চোরকে ধরে গলায় জুতার মালা পরিয়ে ও কাগজে পরিচয় লিখে তার গলায় ঝুলিয়ে পুরো গ্রাম ঘুরিয়েছে এলাকাবাসী।

শনিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামে এ ঘটনা ঘটে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, গরু চোরদের দৌরাত্ম্যে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে গরু চুরির ঘটনা ঘটছে। এমনকি আমার নিজের গরুও চুরি হয়ে গেছে কিছু দিন আগে।

তিনি আরও বলেন, গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্যরা ওই কিশোরকে গরুর অবস্থান জানতে সিদ কেটে গরুর গোয়ালে ঢুকায় বলে তার কাছে স্বীকার করেছে পার্শ্ববর্তী তাতালচর পূর্বকান্দা গ্রামের ওই কিশোর। পরে এলাকাবাসীর কাছে ধরা পড়ে যায় সে। শেষ পর্যন্ত বয়স বিবেচনায় ও স্বজনদের অনুরোধে কিশোরটিকে ছেড়ে দেওয়া হয়।

তবে আমি আসার আগেই এলাকাবাসী ওই কিশোরের গলায় জুতার মালা পরিয়ে ও কাগজে কিশোরের পরিচয় লিখে তা গলায় ঝুলিয়ে সারা এলাকায় ঘুরিয়ে মিছিল করে।

এসকে রাসেল/আরআই