শিকারির তীর-ধনুকে প্রাণ গেল মেছোবাঘের
মৃত মেছোবাঘ
চাঁপাইনবাবগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিকারি দলের তীর-ধনুকে প্রাণ গেছে একটি মেছোবাঘের। শিকারের পর মৃত মেছোবাঘটিকে নিয়ে যায় তারা। বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আটকা পড়ে মেছোবাঘটি।
এ সময় পেটে এবং গলায় ধনুকের আঘাতে মারা যায় বাঘটি। জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের দড়িচক এলাকার মুর্শিদবাড়ী বিলে ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, মুর্শিদবাড়ী বিলের আশপাশে কয়েকদিন আগে থেকে কয়েকটি মেছোবাঘ দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিকারি দলের সদস্যরা ওৎ পেতে থাকলে সরিষা খেতে তীর-ধনুকের আঘাতে মারা যায় বাঘটি।
শীতকালে এই শিকারি দল রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বন্য পশু-পাখি শিকারের জন্য দলবেঁধে বের হয়। কয়েকদিন আগে তাদের চোখে পড়ে মেছোবাঘগুলো। বিষয়টি তারা স্থানীয়দের না জানিয়ে বাঘগুলোকে শিকারের উদ্দেশে ওৎ পেতে থাকে। অবশেষে বুধবার দুপুরে সফল হয় তারা।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা কারিমা খাতুন বলেন, শিকারিদের কারণে বিলুপ্ত হতে বসেছে গ্রামাঞ্চলের পশু-পাখি। বাঘটি শিকারে সাঁওতালরা অন্যায় করেছেন। তিনি সাঁওতালদের হাত থেকে পশু-পাখি রক্ষা করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মোবারকপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান মিঞা ঢাকা পোস্টকে বলেন, বাঘ শিকারের ঘটনাটি দুঃখজনক। ভবিষ্যতে যেন আরও কেউ অন্যায়ভাবে পশু শিকার করতে না পারে সে বিষয়ে স্থানীয় মাঠগুলোতে নজরদারি বাড়ানো হবে এবং শিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জাহাঙ্গীর আলম/এমএসআর