বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমারের চিকিৎসার উদ্যোগ নিলেন প্রিসিলা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার অসুস্থ বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমারের পাশে দাঁড়িয়েছেন নিউইর্য়কের জনপ্রিয় ইউটিউবার প্রিসিলা। রোববার তিনি বীর মুক্তিযোদ্ধা দীলিপ কুমারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকা দিয়েছেন।
রোববার (২৩ জানুয়ারি) উপজেলার বাংড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর বাগুটিয়া এলাকায় তার বাড়িতে গিয়ে প্রিসিলার পাঠানো টাকা বীর মুক্তিযোদ্ধা দিলীপের হাতে তুলে দেন ঢাকাপোস্ট.কমের টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষ।
বিজ্ঞাপন
এর আগেও প্রিসিলা দীলিপ কুমারকে চিকিৎসার জন্য ২০ হাজার টাকা সহযোগিতা করেছেন। এ নিয়ে তাকে মোট ৪০ হাজার টাকা সহযোগিতা করলেন প্রিসিলা। এসময় বীর মুক্তিযোদ্ধার ছেলে, দুই পুত্রবধূ ও নাতিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমারকে নিয়ে ঢাকাপোস্ট.কমে জীবন সংসারে যুদ্ধ শেষ হয়নি বীর মুক্তিযোদ্ধা দিলীপের শিরোনামে ভিডিওসহ সচিত্র সংবাদ প্রকাশিত হয়। পাশাপাশি তাকে নিয়ে ফেসবুকে লাইভ অনুষ্ঠান করেন প্রিসিলা।
বিজ্ঞাপন
বীর মুক্তিযোদ্ধা দিলীপের পূত্রবধু চন্দনা রানী দে ঢাকা পোস্টকে বলেন, প্রিসিলাকে দেখিনি। তবে তার সম্পর্কে জেনেছি তিনি খুবই মানবিক মনের মানুষ। অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি। আমার শ্বশুরকে তিনি আর্থিক সহায়তা করেছেন। তার পাঠানো টাকা দিয়ে শ্বশুরের চিকিৎসার খরচের পাশাপাশি সংসারের কাজে লাগবে। প্রিসিলা সুস্থ্ থাকুক এ প্রার্থনা করি।
প্রিসিলার পাঠানো অনুদান পেয়ে বীর মুক্তিযোদ্ধা দীলিপ কুমার ঢাকা পোস্টকে বলেন, প্রিসিলা খুবই সুন্দর মনের মানুষ। তার জন্য অনেক আর্শিবাদ ও ভালোবাসা। সম্প্রতি তিনি অসুস্থ হওয়ার কথা শুনে ব্যথিত হয়েছি। আমার চিকিৎসার জন্য এর আগেও টাকা পাঠিয়েছিল। আজকেও বিশ হাজার টাকা পাঠিয়েছে। এর আগে প্রিসিলার সঙ্গে লাইভে অনেকক্ষণ কথা হয়েছে। তখন কয়েকটি গানও শুনিয়েছে তাকে। তার ঋণ ভোলার নয়।
অভিজিৎ/এমএএস