রাজবাড়ীর কালুখালীতে কাভার্ড ভ্যানের চাপায় সায়মন মৃধা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাইকারা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমন মৃধা একই ইউনিয়নের চরচিলকা গ্রামের সাদ্দাম মৃধার ছেলে। সায়মনকে হারিয়ে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বিষয়টি নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন মোল্লা।

নিহত সায়মনের চাচি লিমা খাতুন জানান, সায়মন, তার মা ও আমিসহ কয়েকজন বাংলাদেশ হাট থেকে ইজিবাইক যোগে এসে বাড়ির সামনে নেমে ভাড়া পরিশোধ করছিলাম। এ সময় সায়মন দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান এসে তাকে ধাক্কা দিলে সে মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে যায়। পেছন থেকে আরেকটি কাভার্ড ভ্যান এসে তার পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সায়মনের মৃত্যু হয়।

উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন মোল্লা বলেন, নিহত শিশুর পরিবারের সদস্যরা থানায় খবর দেয়। পরে আমরা এসে দেখতে পাই যে সায়মন ঘটনাস্থলেই মারা গেছে। এ ঘটনায় চালক ও কাভার্ড ভ্যানকে আটক করা সম্ভব হয়নি।

মীর সামসুজ্জামান/এনএ