সাবেক কাউন্সিলরের টাকা ছিনতাই করে ধরা দুই নারী
বরিশালে সাবেক কাউন্সিলর তাসলিমা কালাম পলির ব্যাগ থেকে ৫০ হাজার টাকা ছিনতাই করে ধরা পড়লেন দুই নারী। বুধবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর গীর্জা মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারী মামলা দায়ের করবেন বলে থানায় এসেছেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় ছিনতাই হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটক নারী রীণা ও আরজিনা বাবুগঞ্জ উপজেলার রহমতপুর রামপট্টি এলাকার বেদে পল্লির বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।
বরিশাল সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাসলিমা কালাম পলি জানান, সকালে ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তুলে গির্জা মহল্লা এলাকা থেকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন নারী তার পিছু নেয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পিছু নেওয়া নারীদের থামিয়ে জিজ্ঞেস করেন। এ সময় তাসলিমা তার ভ্যানেটি ব্যাগের চেইন খোলা দেখেন। তখন ওই দুই নারীকে ধরে ফেলে তিনি। এ সময় তাদের একজনের ওড়নায় থাকা টাকা উদ্ধার করেন তিনি। উৎসুক মানুষ পুলিশে খবর দিলে থানা পুলিশ এসে আটক দুই নারীকে থানায় নিয়ে যায়।
বিজ্ঞাপন
সৈয়দ মেহেদী হাসান/আরআই