বরিশালে সাবেক কাউন্সিলর তাসলিমা কালাম পলির ব্যাগ থেকে ৫০ হাজার টাকা ছিনতাই করে ধরা পড়লেন দুই নারী। বুধবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর গীর্জা মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। 

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারী মামলা দায়ের করবেন বলে থানায় এসেছেন।

এ ঘটনায় ছিনতাই হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটক নারী রীণা ও আরজিনা বাবুগঞ্জ উপজেলার রহমতপুর রামপট্টি এলাকার বেদে পল্লির বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।

বরিশাল সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাসলিমা কালাম পলি জানান, সকালে ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তুলে গির্জা মহল্লা এলাকা থেকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন নারী তার পিছু নেয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পিছু নেওয়া নারীদের থামিয়ে জিজ্ঞেস করেন। এ সময় তাসলিমা তার ভ্যানেটি ব্যাগের চেইন খোলা দেখেন। তখন ওই দুই নারীকে ধরে ফেলে তিনি। এ সময় তাদের একজনের ওড়নায় থাকা টাকা উদ্ধার করেন তিনি। উৎসুক মানুষ পুলিশে খবর দিলে থানা পুলিশ এসে আটক দুই নারীকে থানায় নিয়ে যায়। 

সৈয়দ মেহেদী হাসান/আরআই