রাজবাড়ীর গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ায় জা‌কির শেখ (৩০) না‌মে এক যুবকের রহস্যজনক মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

নিহত জা‌কির শেখ দৌলত‌দিয়া ইউনিয়নের শাহাদাত মেম্বারপাড়ার ইউসুফ শে‌খের ছে‌লে। জাকির দৌলতদিয়া ঘা‌টে ট্রাক বু‌কিংয়ের কাজ কর‌তেন বলে জানা গেছে।

পারিবারিক সূ‌ত্রে জানা গেছে, জাকির শেখ ট্রাক বুকিংয়ের কাজ করায় অনেক রাত করে বাড়ি ফিরত। কাল রাতে সে কখন বাড়িতে আসে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। আজ ভোরে জাকির শেখের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে তারা গিয়ে দেখেন জাকির মেঝেতে পড়ে আছে এবং তার মুখ দিয়ে রক্ত পড়ছে। তার ঘর অগোছালো অবস্থায় ছিল।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

মীর সামসুজ্জামান/এমএসআর