রংপুরের কাউনিয়ায় ঘরের সিঁধ কেটে টাকা চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় আকরাম হোসেন (৩২) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের বিরুদ্ধে শিশু আইনে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুমুর রহমান।

আকরাম হোসেন উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব মোল্লাটারী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

ওসি মাসুমুর রহমান জানান, বুধবার (২৬ জানুয়ারি) রাজিব মোল্লাটারী গ্রামে ৯-১০ বছরের দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন করা হচ্ছে, ৯৯৯- এ এমন খবর জানতে পেরে তাদের উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়। নির্যাতনের শিকার শিশু শামীম ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাজিব মোল্লাটারী গ্রামের সামসুল হকের ছেলে এবং রাসেল একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চৈতারামোড় বাজেমজকুর গ্রামের মন্তাজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ওই এলাকার আকরাম হোসেন নামে এক ব্যক্তির ঘরের সিঁধ কেটে ৭০ হাজার টাকা কে বা কারা চুরি করেছে। এ ঘটনায় আকরাম এবং তার ভাই ইয়াকুব ও ইউপি সদস্য ইউনুস আলী প্রতিবেশী দুই পরিবারের দুই শিশু ছেলেকে সন্দেহ করে কৌশলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে গাছে বেঁধে শরীরের বিভিন্ন স্থানে সূচ (সুঁই) দিয়ে ফোটানোর পাশাপাশি অমানবিক নির্যাতন চালায়।

খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ওই বাড়ি থেকে শামীম ও রাসেলকে উদ্ধার করে। নির্যাতনের শিকার ওই দুই শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয় রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ বলেন, শিশু দুটিকে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে দেওয়া হয়েছে। কিন্তু তাদের অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ দায়ের না করায় পুলিশ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। ইতোমধ্যেই অভিযুক্ত ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

ফরহাদুজ্জামান ফারুক/এমএইচএস