সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে মুলকাত আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর উত্তরপাড়া কালাচাদপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুলকাত আলী একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

নিহতের বড় ছেলে কাওসার আলী ঢাকা পোস্টকে বলেন, একই এলাকার আব্দুল জব্বার মোল্লার (মৃত) ছেলে আকরাম হোসেন মোল্লা সঙ্গে একটি জায়গা নিয়ে আমাদের বিরোধ চলছিল। সে জায়গা আবার কালিয়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের তাদের কাছ থেকে ক্রয়ের উদ্দেশ্যে বায়না করেছেন। এর প্রেক্ষিতে আব্দুল কাদেরের ছেলে সবুজ ও সোহাগ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক মামলাকৃত জমি দখল নিতে আসলে বাবা বাধা দেন। এ সময় তারা লাঠি দিয়ে বাবাকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। দ্রুত‌ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তাকেও মারধর করা হয় বলেও জানান তিনি।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যা ৬টা ৪০ এর দিকে তাকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। 

সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের মুঠোফোনে বলেন, তিনি হঠাৎ স্টোক করে মারা গেছেন। কিন্তু প্রতিপক্ষের ওপরে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সেই ফুটেজ দেখলেই সত্যটা বেরিয়ে আসবে। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তাকে ধাক্কা দিলে তিনি সেখানেই পড়ে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে। 

শুভ কুমার ঘোষ/আরআই