বরিশালে সরকারি নির্দেশনা অমান্য করে এক্সকাভেটর বহনকারী ট্রাক অতিঝুঁকিপূর্ণ সেতুতে ওঠায় ভেঙে পড়েছে একটি আয়রন ব্রিজ। শুক্রবার (২৮ জানুয়ারি) ভোররাতে বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ডাবেরকুল-ধামুড়া সড়কে এই ঘটনা ঘটে।

সর্বশেষ রাত ৮টা পর্যন্ত দুর্ঘটনায় পতিত হওয়া বাহনদুটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উজিরপুর উপজেলা প্রকৌশলী মো. আহিমুর রশিদ। 

তিনি বলেন, ২০১৮ সালে আয়রন ব্রিজটিকে অতিঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। সেখানে স্থানীয় সংসদ সদস্যের ডিউ লেটারে একটি গার্ডার ব্রিজ প্রকল্প পাসের চেষ্টা চলছিল। এ জন্য সম্ভবত সংস্কার হয়নি।

এই কর্মকর্তা আরও বলেন, আয়রন ব্রিজে সাধারণত হালকা যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। নতুন আয়রন ব্রিজেই সর্বোচ্চ দেড় টনের গাড়ি চলাচল করতে পারে। এর বেশি হলে ভেঙে পড়বে। কিন্তু ডাবেরকুল-ধামুড়া সড়কের এ সেতুতে এক্সকাভেটর বহনকারী একটি ট্রাক ওঠে, যার ওজন কমপক্ষে দশ মেট্রিকটন। নির্দেশনা অমান্য করে সেতুতে ওঠায় সেতুটি ভেঙে পড়ে।

বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম মৃধা বলেন, ব্রিজটি ভেঙে পড়ায় সাধারণ মানুষের চলাচলের জন্য বাঁশের সাঁকো করে দেওয়া হলেও লস্করপুর, গাজিরপাড়, নরসিংহা, খাটিয়ালপাড়া, বড়াকেআঠা, দক্ষিণ ধামুড়াসহ ১০ গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যহত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস জানিয়েছেন, ব্রিজটি মেরামত করে মানুষের চলাচলের ব্যবস্থা করার জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি দুই-একদিনে সেতুটি মেরামত বা বিকল্প একটি সেতু নির্মাণ কাজ শুরু করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন জানিয়েছেন, নিয়ম অমান্য করে হালকা যানবাহন সহনশীল সেতুতে এস্কাভেটর নিয়ে একটি ট্রাক উঠেছে। আমি স্থানীয় জনপ্রতিনিধিদের বলেছি, যেন সেতু ভাঙার কারণে ওই পরিবহন মালিককে জরিমানা করা হয় অথবা মামলা করা হয়। কারণ সরকারি আদেশ অমান্য করে গাড়িটি সেতু ভেঙে জনগণের মালামাল নষ্ট করেছে। 

এই কর্মকর্তা আরও বলেন, ওই সড়কে মোট সাতটি গার্ডার সেতু নির্মান প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন। সেতুটি ভেঙে না পড়লেও এক দেড়মাসের মধ্যে টেন্ডার হতো। তার আগেই ভেঙে পড়ল। তবে এই পরিস্থিতিতে মানুষের চলাচলের জন্য ছোট একটি সেতু করে দেওয়া হবে।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে ডাবেরকুল-ধামুরা খালের ওপর আয়রন সেতুটি নির্মাণ করা হয়েছিল। 

সৈয়দ মেহেদী হাসান/আরআই