ষষ্ঠ ধাপে টাঙ্গাইলের গোপালপুরের পাঁচ ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে ছুটছেন। শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা খুশি। 

এদিকে শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১৬ জন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ৫১ জন এবং সাধারণ সদস্য পদে ১৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫১টি কেন্দ্রে ৩২৯ বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৭ হাজার ৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৮৯২ জন ও নারী ভোটার ৫৮ হাজার ১৮১ জন।

অভিজিৎ ঘোষ/এসপি