হবিগঞ্জের বাহুবলে আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি মো.আজিজুর রহমান নামে এক সাধারণ সদস্য প্রার্থী। তিনি ওই উপজেলার পুটিজুরি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন।

এদিকে ওই ইউনিয়নের বেশ কয়েকজন ভোটারেরও একই অবস্থা। এ নিয়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, প্রার্থীদের ভোট দেওয়ার সুযোগ তারা করে দেবেন। কিন্তু অন্য ভোটারদের আঙ্গুলের ছাপ না মিললে তারা ভোট দিতে পারবেন না। 

ইউপি সদস্য প্রার্থী আজিজুর রহমান বলেন, আমি ৫ বার চেষ্টা করেও ভোট দিতে পারিনি। আমার মতো আরও অনেক ভোটার আঙুলের ছাপ না মেলার কারণে ভোট দিতে পারছেন না। আমাদের এই দুঃখ কাকে বলব?

ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অনেকেরই আঙ্গুলের চাপ মিলছে না। এ কারণে ভোটগ্রহণে ধীরগতি হচ্ছে। তবে যাদের আঙ্গুলের ছাপ মেলেনি তাদের আবারো দুপুরের পরে ভোটকেন্দ্রে আসার জন্য বলা হয়েছে। দুপুরের দিকে আবার তাদের ভোট নেওয়ার চেষ্টা করা হবে। 

মোহাম্মদ নুর উদ্দিন/এসপি