রাজশাহীজুড়ে ৩৭.৪৮ শতাংশ সংক্রমণ, মৃত্যু আরও ১
গত এক দিনে রাজশাহী বিভাগের আট জেলায় ৯৯৮ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৪৮ শতাংশ। এদিকে, গত এক দিনে কেবল বগুড়া জেলায় একজনের মৃত্যু হয়েছে করোনায়। এর বাইরে বিভাগের অন্য সাত জেলায় করোনায় প্রাণহানির খবর নেই।
সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত আলাদা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এই দুই প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১ লাখ ৯ হাজার ৯৯৩ জনের। এর মধ্যে গত এক দিনে করোনা ধরা পড়েছে ৯৯৮ জনের।
বিজ্ঞাপন
এই একদিনে বিভাগে সর্বোচ্চ ৭৫০ জনের নমুনা পরীক্ষায় ২৪১ জনের করোনা ধরা পড়েছে পাবনা জেলায়। এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ৩২ দশমিক ১৩ শতাংশ। রাজশাহীতে ৬৫০ জনের নমুনা পরীক্ষায় ২৩৮ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ৪২ দশমিক ৫০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জে ১০০ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৪০ শতাংশ। নাটোরে ২০০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৪২ দশমিক ৫০ শতাংশ।
এ ছাড়া নওগাঁয় ২৩৬ জনের নমুনা পরীক্ষায় ৮৬ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৩৬ দশমিক ৪৪ শতাংশ।
সিরাজগঞ্জে ২৭৩ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৪৭ দশমিক ৯৯ শতাংশ। বগুড়ায় ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৬০ শতাংশ এবং জয়পুরহাটে ১৫৮ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৭৫ শতাংশ।
বিজ্ঞাপন
এদিকে, বিভাগজুড়ে এ পর্যন্ত ১ হাজার ৭০৬ জনের প্রাণ নিয়েছে করোনা। বিভাগে সর্বোচ্চ ৬৯৩ জন মারা গেছে বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৩২৯, নাটোরে ১৭৫, চাঁপাইনবাবগঞ্জে ১৬০, নওগাঁয় ১৪৬, সিরাজগঞ্জে ৯৭, জয়পুরহাটে ৬৬ এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে এই মহামারিতে।
এ পর্যন্ত বিভাগজুড়ে করোনা জয় করেছেন ৯৮ হাজার ৬৭০ জন। এর মধ্যে গত একদিনে সুস্থ হয়েছে ৩৮২ জন। এ পর্যন্ত করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন। গত এক দিনে হাসপাতালে এসেছেন ৬৩ জন।
বর্তমানে করোনা নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৯৭ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ২৯১ জন। আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ১৫৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৬২ জন।
ফেরদৌস সিদ্দিকী/আরআই