পটুয়াখালী-সিরাজগঞ্জে সড়কে নিভল ৪ প্রাণ
পটুয়াখালী ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে এসব দুর্ঘটনা ঘটে। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ থেকে জানা যায়-
সিরাজগঞ্জ :
বিজ্ঞাপন
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রায়গঞ্জ-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের লক্ষ্মীকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের নওদা ফুলকোচা গ্রামের গোপিনাথ হালদারের ছেলে সিএনজি অটোরিকশার চালক মানিক হালদার (২৫) ও টাঙ্গাইল সদরের কাঠুয়া যোগনী গ্রামের মৃত নব কিশোরের ছেলে দিনেশ কুমার সরকার (৪৫)।
বিজ্ঞাপন
রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, নিহতরা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সিএনজি অটোরিকশাযোগে মাছ কিনে নিয়ে যাচ্ছিল। এসময় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা মারা যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে রায়গঞ্জ থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
অন্যদিকে আহত দুজনকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
পটুয়াখালী :
পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক সড়কে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়েছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বায়েজিদ (১৪) ও সেলিম তালুকদার (৪৭)। আহতরা হলেন- মামুন (২৩), মিজান (৩৫) ও আরাফাত (২৪)। এদের সবার বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পটুয়াখালী থেকে আসা একটি যাত্রীবাহী বাস কুয়াকাটার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘুটাবাছা এলাকা অতিক্রমকালে নীলগঞ্জ থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ইজিবাইকে থাকা পাঁচ যাত্রীর মধ্যে দুইজন নিহত হন। বাকী তিনজনকে কলাপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
শুভ কুমার ঘোষ/মুহিববুল্লাহ চৌধুরী/এসপি