যমুনা নদীতে ১৪ কেজি ওজনের পাঙ্গাস মাছ ধরা পড়েছে

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলের জালে ১৪ কেজি ওজনের এক‌টি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপ‌জেলার গো‌বিন্দাসী ঘাট মাছ বাজা‌রে শাহীন নামে এক জেলে মাছ‌টি ১৬ হাজার টাকায় বিক্রি করেন। মাছটি দে‌খতে স্থানীয় বাজা‌রে ভিড় করেন ক্রেতা ও উৎসুক জনতা। 

এর আগে বৃহস্প‌তিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রা‌তে উপ‌জেলার গাবসারা ইউনিয়‌নের কালিপুর গ্রা‌মের জেলে শাহীন যমুনা নদী থে‌কে পাঙ্গাস মাছ‌টি ধ‌রেন। সকালে তিনি মাছটি বাজারে আনলে তার কাছ থে‌কে কিনে নেন শাহাদত হো‌সেন বাবু না‌মে এক ব‌্যক্তি।

শাহাদাত হোসেন বলেন, শুক্রবার সকালে বাজারে ১৪ কেজি ওজনের পাঙ্গাস মাছটি দেখতে পাই। এর আগে কখনো এত বড় পাঙ্গাস মাছ দেখিনি। মাছটি কেনার জন্য অনেকেই দামাদামি করছিল। পরে আমিসহ কয়েকজন মিলে ১৬ হাজার টাকায় মাছ‌টি কিনে নিয়েছি। 

অভিজিৎ ঘোষ/আরএআর