ধামরাইয়ে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
ঢাকার ধামরাইয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. নবীনুর (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ ফ্রেরুয়ারি) দুপুরে ধরাইয়ের লাকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে হান্নানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নবীনুর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামের মো. আলীর ছেলে। তিনি ধামরাই পৌরশহরের লাকুরিয়া পাড়া মহল্লার মো. হান্নানের বাড়িতে ভাড়া থাকতেন।
বিজ্ঞাপন
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগীর মা ধামরাইয়ের মুনিয়া কারখানায় কাজ করেন। এ ছাড়া তার বাবা বিভিন্ন জায়গায় দিনমজুর হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী দুজনেই কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় ভুক্তভোগীর বাড়ি যান নবীনুর। বাসায় কেউ না থাকার সুযোগে ভুক্তভোগী ওই শিশুকে একা পেয়ে তাকে ধর্ষণ করেন তিনি।
পরে শারীরিকভাবে অসুস্থ্য বোধ করলে ভুক্তভোগীর মাকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বাসায় এসে মেয়েকে জিজ্ঞাসা করলে ধর্ষণের বিষয়টি খুলে বলে সে। ঘটনার দিন ধামরাই থানায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মামলা করলে আজ দুপুরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞাপন
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুপুরে নবীনুর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।
মাহিদুল মাহিদ/আরআই