ভোটকেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ সারি
নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকার আট ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে মাঘের হাড় কাঁপানো শীত উপেক্ষা করে নারী ভোটারের ভিড় লক্ষ করা যাচ্ছে।
বিজ্ঞাপন
সিরাজপুর ইউনিয়নের শহীদ নুরুল হক বীর উত্তম কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। নারী-পুরুষ সবাই মিলে কাকডাকা ভোরে কেন্দ্রে এসেছেন। তবে প্রতিকূল আবহাওয়া মাড়িয়ে সাত সকালে কেন্দ্রে হাজির নারী ভোটাররাও। পছন্দের প্রার্থীকে ভোট দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা।
সিরাজপুর পিএল একডেমি উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে এসেছেন রামিম সুলতানা। তিনি ঢাকা পোস্টকে বলেন, সকাল সকাল ভোট দিতে এসেছি। সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি। বাইরে পুলিশ, প্রশাসন আছে তাই কোনো অসুবিধা হচ্ছে না।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কোম্পানীগঞ্জের আট ইউপিতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত সহিংসতার কোনো আশঙ্কা দেখছি না।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, প্রতিটি কেন্দ্রকে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি। আট ইউনিয়নের ৭৮টি কেন্দ্রে ১ হাজার ১০০ পুলিশ, ১ হাজার ৩০০ আনসার, ১০০ বিজিবি, ৭০ জন র্যাব, ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আটটি গোয়েন্দা টিম, চারজন ঊর্ধ্বতন পুলিশের টিম ছাড়াও জেলা বিশেষ শাখা, কোস্টগার্ড দায়িত্বে রয়েছেন।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, অবাধ, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। যে কেন্দ্রে গোলযোগ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হবে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। কেন্দ্রের ভেতরে ও বাইরে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
প্রসঙ্গত, সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোম্পানীগঞ্জের ৮ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কোনো পক্ষকেই নৌকা প্রতীক দেয়নি কেন্দ্রীয় আওয়ামী লীগ। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৯ জন ও সাধারণ সদস্য পদে ৩০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হাসিব আল আমিন/এসপি