সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ভেটখালি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আব্দুর রহিম কৈখালী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। তার বিরুদ্ধে ১০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, চেয়ারম্যান আব্দুর রহিমের বিরুদ্ধে আদালত থেকে ১০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সে। তাকে পুলিশ খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। 

আকরামুল ইসলাম/এসপি