কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ ভাই নিহতের ঘটনায় গুরুতর আহত আরও দুই ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক। রক্তিম চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন। প্লাবন চকরিরা খ্রিষ্টান মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি।

রক্তিমের অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত আইসিইউতে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু স্বজনরা জানতে পারেন চমেকের আইসিইউ বেড খালি নেই। বিষয়টি জানালে এ অবস্থায় অন্য কোনো হাসপাতালের আইসিইউতে নেওয়ার পরামর্শ দিয়েছেন ম্যাক্স হাসপাতালের চিকিৎসকরা। আরেক ভাই প্লাবনও সকাল থেকে রক্তবমি করছেন বলে জানান স্বজনরা।

এদিকে একসঙ্গে পাঁচ ভাইকে হারিয়ে শোকে কাতর রক্তিমের পুরো পরিবার। কোথা থেকে টাকা জোগাড় হবে, কীভাবে কী করবেন, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ, পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি আর কেউ বেঁচে নেই।

রক্তিমের এক আত্মীয় আকাশ বলেন, চিকিৎসকরা রক্তিমকে আইসিইউতে নিতে বলেছেন। কিন্তু চমেকে বেড খালি নেই। তাকে অন্য হাসপাতালে নেওয়ার জন্য বলেছেন। কিন্তু অন্য বেসরকারি হাসপাতালে নেওয়ার মতো আর্থিক অবস্থাও পরিবারের আর নেই। কারণ, পরিবারে উপার্জন করার মতো আর কেউ বেঁচে নেই।

আবার তাদের ছোট ভাই প্লাবনও পাগলপ্রায়। ৫ ভাইয়ের মৃত্যু দেখার পর থেকে সেও মুমূর্ষু আবস্থায় রয়েছেন বলে জানান তিনি।

সাইদুল ফরহাদ/এনএ