বসত ঘরের জন্য পাহাড়ি ছড়ার পারের টিলার নিচ থেকে সাদা মাটি সংগ্রহকালে মাটি ধসে এক নারী চা শ্রমিক নিহত হয়েছেন। 

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা-বাগানের ১৯ নং সেকশনের (প্লান্টেশন এলাকা) কড়ইতল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নারী চা শ্রমিক ২ সন্তানের জননী শেফালী বাউরী। তিনি চাতলাপুর চা বাগানের বারী টিলার চুনু বাউরীর স্ত্রী। 

চাতলাপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন বাউরী জানান, নারী চা শ্রমিকরা পাহাড়ি ছড়ার পারের টিলার নিচ থেকে সাদা মাটি সংগ্রহ করে বসত ঘর লেপেন। বুধবার  বিকেলে মাটি সংগ্রহকালে তিনি মাটি চাপা পড়েন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, স্থানীয়রা লাশ উদ্ধার করেছে। তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহতের পরিবারের সাথে আলোচনা করে বাকি কাজ সম্পন্ন করা হবে।

ওমর ফারুক নাঈম/এইচকে