ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বড় বালিয়া থেকে বিরল প্রজাতির ‘রেড কোরাল কুকরি’ সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে বড় বালিয়া এলাকার জয়নাল নামে এক ব্যক্তি রাস্তা থেকে সাপটি উদ্ধার করেন।

সদর উপজেলা বন‌্যপ্রাণী সংরক্ষক সহিদুল ইসলাম বলেন, স্থানীয়রা সাপটিকে দেখতে পেয়ে না মেরে আটক করেন এবং আমাকে খবর দেন। পরবর্তীতে আমরা স্থানীয়দের কাছ থেকে সাপটিকে উদ্ধার করি।

সদর উপজেরা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান বলেন, সাপ উদ্ধারের খবরটি শুনেছি। বিরল প্রজাতির সাপটি সংরক্ষণের জন্য বন অধিদপ্তরকে বার্তা পাঠানো হবে।

এর আগে গত ১২ মাসে দেশে পাঁচ বার এই সাপের দেখে মিলেছে। পাঁচ বারেই দেখা মিলেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। গত ৭ ফেব্রুয়ারি একই এলাকা থেকে আহত অবস্থায় পঞ্চগড় তথা বাংলাদেশে প্রথম বারের মতো উদ্ধার হয় রেড কোরাল কুকরি সাপ। পরে ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলার চাকলাহাট এলাকা থেকে দ্বিতীয় বারের মতো মৃত অবস্থায়, ২০ এপ্রিল টুনিরহাট এলাকা থেকে তৃতীয় বারের মতো জীবিত এবং ১০ মে একই এলাকা থেকে চতুর্থ বারের মতো মৃত অবস্থায় এই সাপ উদ্ধার করা হয়।

এম এ সামাদ/আরএআর