সায়েমের ‘ঝামেলা’ কেনাবেচা বেড়েছে দ্বিগুণ
ময়মনসিংহের ‘মেসার্স ঝামেলা কিনি’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কমে সংবাদ প্রকাশের পর বেড়ে গেছে কেনাবেচা। এতে ঘরের আসবাবপত্রসহ পুরাতন নানা জিনিসের কেনাবেচার পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক সায়েম আহমেদ।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বলাশপুর মরাখলা এলাকার ওই দোকানে গিয়ে দেখা যায়, ক্রেতার সমাগম ঘটেছে দোকানটিতে। নগরীর বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসেছেন খাটসহ বিভিন্ন আসবাবপত্র কিনতে। ক্রেতাদের পছন্দ ও দোকানির চাহিদা মতো দাম মিলে গেলেই বিক্রি হচ্ছে সেগুলো।
বিজ্ঞাপন
নিয়াজ বাশার নামে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, অনলাইনের মাধ্যমে ঝামেলা কিনির বিষয়টি সম্প্রতি জানতে পেরেছি। এরপর দোকানটিতে এসে দেখলাম জিনিসগুলোর মানও ভালো এবং দামও সাধ্যের মধ্যে রয়েছে। তাই দরকারি আসবাব কিনে নিয়ে যাচ্ছি।
দোকান মালিক সায়েম আহমেদ বলেন, ঢাকা পোস্টে সংবাদ প্রকাশ হওয়ার পর আমি রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছি। মালামাল যা ছিল সব খালি হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন ফোন করছে এবং বিশ্বস্ততার সঙ্গে মালামাল কিনে নিয়ে যাচ্ছে। ঢাকা পোস্টকে অনেক ধন্যবাদ, এ সংবাদের জন্য আমাদের বেচাকেনা সহজ হয়ে গেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সংবাদটি ব্যাপক সাড়া ফেলেছে। আমাদের বেচাকেনা দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর অনেক টিভি চ্যানেলও চলে এসেছে আমার প্রতিষ্ঠানের ব্যাপারে জানার জন্য।
সায়েম তার ব্যবসাপ্রতিষ্ঠানের আয় শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখেন না, আয়ের একটি অংশ গরিব-অসহায়সহ ধর্মীয় প্রতিষ্ঠানে দান করেন।
তিনি বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পাওয়া লভ্যাংশের প্রায় ৩০ শতাংশ আমি মসজিদ, মাদরাসা, এতিমখানা, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে এবং অসহায়দের মাঝে দান করে থাকি। আমার লাভের অংশটা যেন সবাই পায়, আশপাশের মানুষেরা যেন কষ্টে না থাকে সেজন্য আমি এই কাজটি করি। এটি আমার পারিবারিক শিক্ষা।
প্রসঙ্গত, ‘ঝামেলা’ কেনাবেচা করে সায়েমের মাসে আয় লাখ টাকা- এই শিরোনামে গত ৯ ফেব্রুয়ারি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কমে ভিডিওসহ সংবাদ প্রকাশিত হয়।
উবায়দুল হক/আরএআর