নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামে হযরত গোলাম হাসেন শাহ (রহ.) মাজারে বার্ষিক ওরস দেখতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ সময় উভয় পক্ষের আরও চারজন আহত হয়েছে। 

ওই কিশোরের নাম সুমন মিয়া (১৬)। সে চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের ইনচান মিয়ার ছেলে। তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই মাজারে শনিবার রাত ১১টার দিকে ওরস চলছিল। উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের কিছু কিশোর ওরস দেখতে সাগুলী গ্রামে যায়। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে চিথোলিয়া গ্রামের কিশোরদের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সুমনসহ উভয় পক্ষের পাঁচজন গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সুমনসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য তিনজনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কিশোর সুমনের মৃত্যু হয়। 

তিনি আরও জানান, দুই গ্রুপই চিথোলিয়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

জিয়াউর রহমান/এসপি