পরিবহন মালিক-শ্রমিককে বেঁধে নির্যাতন, ৮ ঘণ্টা পর উদ্ধার
গাইবান্ধায় রড চুরির অভিযোগে দুই পরিবহন শ্রমিক ও এক ট্রাক মালিককে গুদামঘরে বেঁধে রেখে নির্মম নির্যাতন করার অভিযোগ উঠেছে। ঘটনার আট ঘণ্টা পর খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাইবান্ধা সদরের ভিএইড রোডে অবস্থিত শরীফ ট্রেডার্সের পরিত্যক্ত গুদামঘর থেকে পরিবহন শ্রমিক ও মালিককে উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তি প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
বিজ্ঞাপন
নির্যাতনের শিকাররা হলেন- ট্রাকের মালিক মামুনুর রশিদ, চালক হাফিজুর রহমান ও তার সহকারী সিকান্দার আলী। এদের মধ্যে মামুনুর রশিদের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।
অভিযুক্ত ব্যক্তির নাম মিঠু হাজি। তিনি গাইবান্ধার ভিএইড রোডে অবস্থিত শরীফ ট্রেডার্সের স্বত্বাধিকারী।
বিজ্ঞাপন
ভুক্তভোগীদের অভিযোগ, চট্টগ্রাম বন্দর থেকে এক ট্রাক রড নিয়ে এসে রোববার দুপুর ১টার দিকে গাইবান্ধায় মিঠু হাজির মালিকানাধীন শরীফ ট্রেডার্সে আনলোড করা হয়। কিন্তু আনলোড শেষ হলে ট্রাকে ৫১০ কেজি রড কম থাকার অভিযোগ তোলেন মিঠু হাজি। এক পর্যায়ে ট্রাক চালক হাফিজুর রহমান ও তার সহকারী সিকান্দার আলীকে ওই দোকানের পাশে পরিত্যক্ত একটি গুদামঘরে বেঁধে রেখে বেধড়ক মারপিট করা হয়। ক্ষতিপূরণ হিসেবে তাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়।
বিষয়টি নিয়ে ট্রাকের মালিক মামুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা পাঠিয়ে দেন। এরপরও বাকি ১০ হাজার টাকার জন্য চালক ও সহকারীর ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। পরে ট্রাকের মালিক মামুনুর রশিদ তার চালক ও সহকারীকে উদ্ধারের জন্য শরীফ ট্রেডার্সে গেলে তাকেও মারপিট করা হয়। তিনি কোনো রকমে সেখান থেকে পালিয়ে গিয়ে ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবগত করেন।
এর পর রোববার রাত ৯টার দিকে পুলিশ ওই গুদাম ঘর থেকে নির্যাতনের শিকার ট্রাক চালক ও সহকারীকে উদ্ধার করেন। কিন্তু গুরুতর আহত হওয়াতে তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক নুরুজ্জামান বলেন, খবর পেয়ে শরীফ ট্রেডার্স থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পরিবহন মালিক ও শ্রমিককে বেঁধে রেখে নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিচার দাবি করেছেন গাইবান্ধা জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করীম। তিনি বলেন, মারধরের বিষয়টি খুবই নিন্দনীয়। দাবিকৃত টাকার জন্য বেঁধে রেখে নির্যাতন করা ঠিক হয়নি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
গাইবান্ধা সদর থানার পরিদর্শক মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাক মালিক মামুনুর রশিদ নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।
ফরহাদুজ্জামান ফারুক/আরআই