জয়পুরহাটের ক্ষেতলালে দুধ বিক্রি করে বাড়ি ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় আলাল হোসেন (৫০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ক্ষেতলাল নিশ্চিন্তা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাল হোসেন কালাই উপজেলার হাজিপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজ ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আলাল দুধ বিক্রি করতে নিশ্চিন্তা বাজারে গিয়েছিলেন। দুধ বিক্রি শেষে বাই সাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। বিকেল ৩টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের নিশ্চিন্তা বাজারে একটি প্রাইভেটকার সাইকেলটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাইভেটকারটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল ঢাকা পোস্টকে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

চম্পক কুমার/আরআই