খুলনায় ১২ কেজি হরিণের মাংসসহ অসিত কুমার সরদার (৫০) নামে এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের জোনাল কমান্ডার লে. কমান্ডার এম মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কয়রার একটি টহল দল খুলনার কয়রার বড় আংটিয়ারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ১২ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারি অসিত কুমার সরদারকে আটক করা হয়। তিনি কয়রা উপজেলার বড় আংটিয়ারা গ্রামের নগেন্দ্র নাথ সরদারের ছেলে। 

জব্দ করা হরিণের মাংস ও আটক হরিণ শিকারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খাসিটানা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় বনটহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। 

মোহাম্মদ মিলন/এইচকে