ফরিদপুরে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন
ফরিদপুরে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও প্রথম আলোর ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। তিনি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে স্বাগত বক্তব্য দেন ঢাকা পোস্টের ফরিদপুর জেলা প্রতিনিধি জহির হোসেন।
বিজ্ঞাপন
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, এক বছর একটা মিডিয়ার জন্য খুব বেশি সময় নয়। ঢাকা পোস্টের নবীন পথচলায় অনলাইনে আমি তাদের সরব উপস্থিতি দেখি। তবে ইদানিং দেখা যায় কিছু অনলাইন মিডিয়া অপপ্রচারে লিপ্ত। সেই সময়ে ঢাকা পোস্টের কাছে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করি। ঢাকা পোস্টের সঙ্গে সম্পৃক্ত সবাইকে শুভেচ্ছা জানাই।
প্রথম আলোর ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা বলেন, বর্তমানে দ্রুত সংবাদ দেওয়ার একটা প্রবণতা থাকে। আমরা দ্রুত সংবাদ অবশ্যই চাই। তবে সেই সংবাদটা হতে হবে বস্তুনিষ্ঠ, দেশ ও জাতির জন্য কল্যাণকর। সময়ের তালে দ্রুত সংবাদ দেওয়ার প্রতিযোগিতায় আংশিক সত্য বা অসত্য তথ্য আমরা ঢাকা পোস্টে দেখতে চাই না।
বিজ্ঞাপন
বাংলাদেশ লিগ্যাল এইড ট্রাস্টের(ব্লাস্ট) ফরিদপুরের সমন্বয়ক শিপ্রা গোস্বামী বলেন, কিছু শিশু আছে এক বছরে হাঁটতে শিখে। আবার অনেক শিশু শিখে না। তবে আমার মনে হয় ঢাকা পোস্ট এক বছরে হাঁটতে শিখেছে এবং ভালোই হাঁটছে। ঢাকা পোস্টের এই পথচলা যুগ যুগ ধরে চলতে থাকুক- এই কামনা করি।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ঢাকা পোস্ট যদিও যাত্রা শুরুর এক বছর পার করল, তবুও আমি এটাকে নতুন মিডিয়া বলতে চাই না। কারণ ঢাকা পোস্ট একঝাঁক দক্ষ মানুষ পরিচালনা করছে। যারা আগে অন্য অনেক মিডিয়ায় কাজ করেছেন। এজন্য এক বছরে নিউজ পোর্টাল হিসেবে দ্বিতীয় অবস্থান পাওয়ার যোগ্যতা ঢাকা পোস্ট রাখে বলেই আমি মনে করি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর আলোকচিত্রী আলিমুজ্জামান রনি, জনকণ্ঠের ফরিদপুর জেলা প্রতিনিধি অভিজিৎ রায়, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি এস এম তরুণ, আরটিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন, আজকের পত্রিকা ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মফিজ শিপন, বাংলাদেশ প্রতিদিনের চরভদ্রাসন প্রতিনিধি আবদুস সবুর কাজল, ফরিদপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুমিনুল হক, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মানিক কুন্ডু প্রমুখ।
এদিকে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তিতে করোনাকালে মানবতার সেবায় ভূমিকা রাখায় ফরিদপুরের ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন উৎস-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনটির সভাপতি ও প্রতিষ্ঠাতা দিদারুল আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার আলিমুজ্জামান।
সামাজিক সংগঠন উৎস ২০১৯ সালে মানবতার সেবায় তাদের কার্যক্রম শুরু করে। শুরুতে তাদের সদস্য সংখ্যা ১০-১৫ জন থাকলেও বর্তমানে তাদের সক্রিয় সদস্য সংখ্যা ১৩৪ জন। সংগঠনটি সদস্যদের মাসিক চাঁদার মাধ্যমে পরিচালিত হয়। ২০২০ সালে করোনাভাইরাসের শুরু থেকে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ায় উৎস। নিজেদের চাঁদার টাকার পাশাপাশি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন দানশীল ব্যক্তির কাছ থেকে টাকা সংগ্রহ করে তারা নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, লবণ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দেয়।
ঢাকা পোস্টের সম্মাননা পেয়ে দিদারুল আলম বলেন, তিন বছর ধরে মানবতার সেবায় কাজ করছি। তিন বছরে এটিই আমাদের প্রথম সম্মাননা পাওয়া। সেজন্য ভালো লাগছে। আসলে সম্মাননা পাব এই ভেবে কখনও কাজ করিনি। তবুও ঢাকা পোস্ট আমাদের যে সন্মাননা দিলো এজন্য আমরা কৃতজ্ঞ। আমাদের সংগঠন উৎসের পক্ষ থেকে ঢাকা পোস্টের সাফল্য কামনা করি।
দৈনিক আমার সময়ের মাদারীপুর প্রতিনিধি সাইফুল ইসলাম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্য ও মতামত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের মাদারীপুর প্রতিনিধি শাহজাহান খান, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি গোলাম মাওলা আকন্দ, মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, দৈনিক যায় যায় দিনের স্টাফ কোয়ার্টার মঞ্জুর হোসেন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি প্রতিনিধি সাগর হোসেন তামিম, , দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি অজয় কুন্ড, দৈনিক সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি ইমদাদুল হক মিলন, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি আহসান লিমন, সাংবাদিক এহসান আজগর প্রমুখ।
জহির হোসেন/আরএআর