আস্থার গণমাধ্যম হয়ে উঠেছে ঢাকা পোস্ট
বর্তমানে দেশে অনলাইন মিডিয়ার ছড়াছড়ি। তবে বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমের সংখ্যা খুবই কম। সেই জায়গায় মানসম্পন্ন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠার মাত্র এক বছরেই আস্থার গণমাধ্যম হয়ে উঠেছে ঢাকা পোস্ট। পাঠকের প্রত্যাশা পূরণ করে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এ গণমাধ্যমটি।
ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আয়োজিত এক আলোচনা সভায় অতিথিদের বক্তব্যে উঠে আসে এসব কথা।
বিজ্ঞাপন
বর্ণিল আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে উদযাপিত হয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে ময়মনসিংহ প্রেসক্লাবে হাজির হন। পরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা হয়।
বিজ্ঞাপন
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, বস্তুনিষ্ঠতা আছে বলেই এক বছরেই ঢাকা পোস্টের অনেকগুলো অর্জন রয়েছে। ঢাকা পোস্ট ময়মনসিংহের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এবং নিজেদের আরও অগ্রগামী অবস্থান তৈরি করতে সক্ষম হবে এটিই আমার প্রত্যাশা।
জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ ও সাংবাদিকের কাজই হচ্ছে সত্য উদঘাটন করা। সেই কাজটিই দায়িত্বের সাথে করছে ঢাকা পোস্ট। এই গণমাধ্যমের নিউজের মান ও উপস্থাপনা অনেক ভালো। ঢাকা পোস্টের সাইটে কখনো কপি-পেস্ট নিউজ পাইনি। ঢাকা পোস্ট আগামীতেও এভাবে বস্তুনিষ্ঠতা ও নিজস্বতা ধরে রাখবে এটাই আমার প্রত্যাশা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক মতিউল আলম, দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক আলী ইউসুফ, কাব্য সুমী সরকার, কবি ও সংগঠক শামীম আশরাফ, অনসাম্বল থিয়েটারের সভাপতি আবুল মনসুর, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক আবুল কালাম আল আজাদ, সম্মিলিত সামাজিক সংগঠক ফোরামের সদস্য সচিব মমিনুর রহমান প্লাবন।
এ ছাড়া উপস্থিত ছিলেন- ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদ, ডেইলি স্টারের প্রতিনিধি আমিনুল ইসলাম, চ্যানেল ২৪-এর ব্যুরো প্রধান সুলতান মাহমুদ কনিক, ডিবিসির প্রতিনিধি রাকিবুল হাসান রুবেল, আরটিভির প্রতিনিধি বিপ্লব বসাক, দেশ টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি ইলিয়াস আহমেদ, বিটিভির প্রতিনিধি জাহানুল করিম শিমুল, সমকালের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, বাংলানিউজের প্রতিনিধি আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর, আনন্দ টিভির প্রতিনিধি হামিমুর রহমান, মোহনা টিভির প্রতিনিধি রোবায়েত হোসেন বাপ্পী, বিজয় টিভির প্রতিনিধি মামুন তালুকদার, যমুনা টেলিভিশনের সিনিয়র চিত্রগ্রাহক দেলোয়ার হোসেন, চ্যানেল ২৪-এর চিত্রগ্রাহক নাজমুস সাকিব, চ্যানেল আইয়ের চিত্রগ্রাহক নাজিম উদ্দিন সাঈদ, আজকের পত্রিকার ফুলপুর প্রতিনিধি এনামুল হক, কালের আলোর নিজস্ব প্রতিবেদক অনিক খান, ঢাকা পোস্টের বাকৃবি প্রতিনিধি মুসাদ্দিকুল ইসলাম তানভীরসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
দীপ্ত টেলিভিশন ও রাইজিংবিডি.কমের প্রতিনিধি মাহমুদুল হাসান মিলনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি উবায়দুল হক।
আলোচনা সভা শেষে ঢাকা পোস্টের পক্ষ থেকে করোনাকালে সমাজসেবায় বিশেষ অবদায় রাখায় 'টিম আলী ইউসুফ' এর সদস্যদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। পরে কেক কেটে ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উবায়দুল হক/আরআই