‘সংবাদ পরিবেশনে নতুনত্ব এনেছে ঢাকা পোস্ট। শুধু লি‌খে নয়, সংবাদ বিশ্বাস‌যোগ্য ক‌রে তুল‌তে ভি‌ডিও চিত্রসহ প্রকৃত সত্য তথ্য উপস্থাপন ক‌রে সংবাদ পরিবেশন করছে নিউজ পোর্টালটি। এতে করে খুব অল্প সম‌য়ের মধ্যে ঢাকা পোস্ট আস্থার সঙ্গে মানুষের কাছে পৌঁ‌ছে‌ গেছে।’

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি স্বরূপ বকসী বাচ্চু। এতে প্রধান অতিথি হি‌সে‌বে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য বিষয়ক কর্মকর্তা মো. সো‌হেল মিয়া, প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হো‌সেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা রক্তদানে উল্লেখযোগ্য অবদান রাখায় স্বেচ্ছাসেবী সংগঠন চিরিরবন্দর ব্লাড ডোনার ক্লাবকে ক্রেস্ট প্রদান করেন। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সোহাগ গাজী/এমএইচএস