ঢাকা পোস্ট মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে : নোবিপ্রবি উপাচার্য
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেছেন, গণমাধ্যম আস্থার হলে মানুষের মনে জায়গা করে নিতে পারে। সত্য ও নিরপেক্ষ সংবাদ ঢাকা পোস্ট প্রচার করে। তাই ঢাকা পোস্ট মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
অধ্যাপক দিদার-উল-আলম আরও বলেন, এত কম সময়ে ঢাকা পোস্ট নিজের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। সমাজের অন্যায় অনিয়মের সঠিক তথ্য ঢাকা পোস্ট তুলে ধরেছে। আগামীতেও এমন ধারা অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, অনলাইন গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বেড়েছে। সবার আগে সর্বশেষ তথ্যগুলো ঢাকা পোস্টে পাওয়া যায়। আমি ঢাকা পোস্ট নিয়মিত পড়ি। প্রশাসনের প্রতিবেদনগুলো খুব সাবলীলভাবে পাঠকের সামনে তুলে ধরা হয়। ঢাকা পোস্ট আরও এগিয়ে যাবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ‘করোনাকালে মানবিক পুলিশ’ গ্রন্থের জন্য নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলামকে ঢাকা পোস্টের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, করোনাকালে পুলিশ মানুষের পাশে সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেছে। দায়িত্ব পালন করতে গিয়ে শতাধিক পুলিশ সদস্য জীবন দিয়েছেন। এই বইটির জন্য আমাকে সম্মাননা স্মারক প্রদান করায় আমি ঢাকা পোস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, নোয়াখালীতে ঢাকা পোস্ট অনেক আস্থা অর্জন করেছে। সংবাদ পরিবেশনার পদ্ধতি অসাধারণ। পুলিশের ওপর নিউজগুলো অত্যন্ত চমৎকার হয়। আশা করি আগামী দিনে ঢাকা পোস্ট আরও এগিয়ে যাবে। এভাবেই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
ঢাকা পোস্টের নোয়াখালী প্রতিনিধি হাসিব আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি, দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি জামাল হোসেন বিষাদ, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক সাইফুল্লাহ কামরুল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সুমন ভৌমিক, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান কাজল প্রমুখ।
অনুষ্ঠানের শেষাংশে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুনসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/আরএআর