যশোরের বেনাপোল কাগজপুকুর গ্রামে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের নওশের আলীর ছেলে মো. রুবেল হোসেন (২৭), মফিজুর রহমানের ছেলে মো. তুহিন আলম বাপ্পি (২৫), মৃত হুমায়ুন কবিরের ছেলে মো. জাফর হোসেন তুষার (২৬), মৃত ছলেমান মণ্ডলের ছেলে মো. আনার আলী (৫৪), মৃত মোসলেম মোড়লের ছেলে মো. টিটু হোসেন (২৯) ও ভবারবেড় গ্রামের হায়দার আলীর ছেলে মো. সজল হোসেন (২৫), মৃত শাহনুর রহমানের মো. সাইফুল ইসলাম চঞ্চল (৩৭), আইয়ুব কাজীর ছেলে মো. হান্নান কাজী (৩৫)।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া আটকের বিষয় নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদে বেনাপোল কাগজপুকুর গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৮ জনকে আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক, খুন, চোরচালান ও দাঙ্গা-হাংঙ্গামার মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। 

মোহাম্মদ মিলন/আরআই