ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বাসের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লেগে দুলাল ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার বারিউড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুলাল জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিরকান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় প্রাইভেট কারের আরও চারজন আরোহী আহত হয়েছেন। এরা হলেন- দীন ইসলাম (২৬), জাবেদ মিয়া (২৮) ও নাজমুল হোসেন (৩০)।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরগামী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাসকে পেছন থেকে আসা একটি প্রাইভেট কার ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসের সঙ্গে প্রাইভেট কারটির ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রাইভেট কার আরোহী দুলাল। আহত বাকি চার আরোহীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজিজুল সঞ্চয়/আরএআর