রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী ব্রেন স্ট্রোক করেছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হসপিটালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দান থেকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর সজ্জনকান্দায় অবস্থিত নিজ বাসভবনে ব্রেন স্ট্রোক করেন শিল্পপতি কাজী ইরাদত আলী। এরপর বাসায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

কাজী ইরাদত আলীর বড় ভাই রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

মীর সামসুজ্জামান/আরআই